চন্দনাইশে চলতি বছর ৫১ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। সরকারি প্রণোদনা পেয়ে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন চন্দনাইশের কৃষকরা। সরিষার ভালো ফলনও হয়েছে চলতি বছর। গত শুক্রবার সকালে সরকারি প্রণোদনায় চন্দনাইশে চাষকৃত সরিষা ক্ষেত পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, উপ–সহকারি কর্মকর্তা ইফতিয়াক আহমদ আরিফ, উপ–সহকারি কর্মকর্তা মানেশ দে, সাংবাদিক মো. মঈনুদ্দিন, সুব্রত বড়ুয়া, ছাত্রলীগ নেতা সিরাজুল কাফি চৌধুরী প্রমুখ।