মা ও শিশু হাসপাতালে দুই চিকিৎসকের বিদায় সংবর্ধনা

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খন্দকার মোহাম্মদ বোরহানউদ্দিন ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) মো. কামরুল আহসানের সম্মানে গতকাল শনিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীর, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারী মো. আহছান উল্লাহ, . ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, ডা. ফজল করিম বাবুল, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ডা. ওয়াজির আহমেদ, অধ্যাপক ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, ডা. জালাল উদ্দিন, ডা. আনোয়ারুল হক, ডা. অলক কান্তি বিশ্বাস, অধ্যাপক ডা. আবদুল কাইয়ুম, অধ্যাপক ডা. অলক নন্দী, প্রফেসর ডা. রোজিনা হক, অধ্যাপক ডা. দিদারুল আলম, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, অধ্যাপক ডা. তাহেরা বেগম, ডা. মোজাম্মেল হক শরিফি, ডা. রজত শংকর রায় বিশ্বাস, ডা. ইউনান সুলতানা, ডা. জেসমিন আক্তার।

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর এম এ তাহের খান বিদায়ীদের সম্মাননা ক্রেস্ট উপহার দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সরিষা ক্ষেত পরিদর্শনে এমপি নজরুল ইসলাম