চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় বজ্রপাতে প্রাণ হারিয়েছে ১ কিশোর। তার নাম মো. মারুফ (১৫)। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে কিশোর মারুফ বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে কাজ করছিল। এসময় জামিজুরী এলাকায় বজ্রসহ প্রচুর বৃষ্টিপাত হয়। সন্ধ্যার দিকে হঠাৎ একটি বজ্রপাতে কিশোর মারুফ গুরুতর আহত হয়ে ক্ষেতেই পড়ে যায়।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী পৌরসদরস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের চিকিৎসক ডা. মো. রিয়াদ জানান, সন্ধ্যা ৭টার সময় কিশোর মারুফকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। বজ্রপাতে নিহত কিশোর মারুফ ঘোড়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের পুত্র।