চন্দনাইশে প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও স্বাস্থ্যসেবা ক্যাম্প গত মঙ্গলবার বিকেলে উপজেলার হাশিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় ও ডিআরআরএ’র আয়োজনে জার্মান কো অপারেশন ও ডিএএইচডব্লিউ’র আর্থিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল করিম, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. খোরশেদ বিন ইসহাক, ডিআরআরএ’র টেকনিক্যাল ম্যানেজার দেবেশ দাস। উপস্থিত ছিলেন জিএম নূরুন্নবী হাসান,
আরফাতুন নাহার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডিআরআরএ’র জেলা সমন্বয়কারী অসিত দেবনাথ। অনুষ্ঠানে সনাক্তকৃত প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ডসহ সরকারি জরিপে নাম অন্তর্ভুক্ত করা হয়। এজন্য প্রতিবন্ধী এবং তাদের অভিভাবকরাও এ কার্যক্রমের প্রশংসা করেন।