চন্দনাইশে বিনা লাইসেন্সে মৎস্য খাদ্য বিক্রির অপরাধে ২ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য অফিসার মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, বিনা লাইসেন্সে মৎস্য খাদ্য বিক্রির সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বৈলতলী এলাকার মেসার্স নিউ মদিনা পোল্ট্রি ও ফিস ফিড এন্ড চিকস সেন্টার মৎস্য খাদ্য বিক্রির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ওই দোকানের মালিক মো. জাহাঙ্গীর আলমকে ৭ হাজার টাকা এবং আল মদিনা পোল্ট্রি ও ফিস ফিড সেন্টারের মালিক আবদুল মান্নানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।