জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) চন্দনাইশ উপজেলা শাখার এক আলোচনা সভা সংগঠনের আহবায়ক মীর মোহাম্মদ হান্নানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্টিত হয়। গত শুক্রবার বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার একটি মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জেএসডির আহবায়ক মুস্তফা কামাল। যুগ্ম আহবায়ক মাস্টার এসকে বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জেএসডির আহবায়ক অধ্যাপক ইসহাক উদ্দীন চৌধুরী, যুগ্ম আহবায়ক আমান উল্লাহ খান, উত্তর জেলার যুগ্ম আহবায়ক মোহাম্মদ এয়াকুব, আবু বক্কর খান, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ ইসলাম, রেজাউল করিম প্রমুখ।
সভায় বক্তারা, বর্তমান সরকারের প্রতি বিরাজমান রাজনৈতিক সংকট সমাধানে জাতীয় সরকার গঠন, স্বৈরাচারের পতন, রাষ্ট্র সংস্কার ও মেরামত, সংবিধান সংশোধন, সংসদে উচ্চ কক্ষ গঠন এবং লাগামহীন গ্যাস, বিদ্যুৎ ও নিত্য–প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর জোর দাবি জানান।











