চন্দনাইশে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ি

আহত ১০

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চন্দনাইশে বিএনপি আমলে নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, ইটপাটকেল নিক্ষেপে ১০ জনের অধিক আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কাঞ্চননগরস্থ বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা যায়, আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দীন আহমদ আসিফের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান। সভায় নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণের সময় হঠাৎ দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

আহতদের মধ্যে রয়েছেন দোহাজারীর অসীম দেব (২৬), দেলোয়ার হোসেন (২৪), সাতবাড়িয়ার আবু হানিফ (৫২), ধোপাছড়ির রেজাউল করিম (৩০), নাছির মোহাম্মদ পাড়ার মো. জাকের (৩০), মো. ফারুক (২২), আকতার হোসেন (৪৫), আবদুল হামিদ (৫৫) প্রমুখ। আহতদের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, বিজিসি ট্রাস্ট এলাকায় মতবিনিময় ও দোয়া মাহফিলে বেশ কয়েকজন আহত হওয়ার খবর শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

পূর্ববর্তী নিবন্ধ১০ বছর পর উন্মোচিত হলো ‘অপহরণ নাটক’
পরবর্তী নিবন্ধআগামী বছর থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা