চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন ও সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত ১ আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার দোহাজারী পৌরসদর ও ধোপাছড়ি ইউনিয়নে পৃথক এ অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ গতকাল সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সিঙ্গার শো-রুমের সামনে অবস্থান নেয়।
এসময় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশিকালে গভীর রাতে চট্টগ্রামমুখী একটি পিকআপে (নং-চট্ট-মেট্রো-ন-১১-৯৩৯২) থেকে ২ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার ও ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। গেপ্তারকৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং এলাকার কবির আহমদের পুত্র শামসুল আলম(৩৯) এবং কক্সবাজার সদর থানার মহুরীপাড়া এলাকার ফরিদ আলমের পুত্র মো. আনিছুর রহমান(২২)।
একই সাথে ইয়াবা বহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করেন।
এদিকে, ধোপাছড়ি ইউনিয়নের পশ্চিম ধোপাছড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১টি সিআর মামলায় ১ বছরের বিনাশ্রম এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল হাফেজ(৩৫)কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আবদুল আজিজের পুত্র।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ২ জন ও সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আজ মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।