বাঁশখালীতে মা‌টি কাটার সময় ডাম্পার জব্দ

৫০ হাজার টাকা জ‌রিমানা

বাঁশখালী প্রতি‌নি‌ধি | মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ৮:২৭ অপরাহ্ণ

বাঁশখালীর সাধনপুর ইউ‌নিয়‌নের ক্ষির ঘোনা নামক এলাকায় পাহাড়ি মাটি কাটার সময় একটি ডাম্পার জব্দ করা হয় আজ মঙ্গলবার (৮ মার্চ)।

পরে আজ বিকা‌লে ট্রা‌কের মা‌লিক সাধনপুর ইউ‌নিয়‌নের বড়ডেবা, ক্ষিরা মাঝির ঘোনা এলাকার মৃত মো. ইছাকের পুত্র মো. ছগিরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।

বন‌বিভা‌গের সাধনপুর রে‌ঞ্জের সাধনপুর বন‌বিট‌ কর্মকর্তা মো. দে‌লোয়ার হো‌সেন জানান, অন্যায়ভা‌বে ডাম্পার দি‌য়ে মা‌টি কাটার সময় বন‌বিভা‌গের টহল দল ডাম্পারটি জব্দ ক‌রে।

প‌রে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট সাইদুজ্জান চৌধুরীর কা‌ছে নি‌য়ে যাওয়া হলে তি‌নি ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, “যারা অবৈধভাবে বালু ও পাহা‌ড়ি মা‌টি কাটবে কর‌বে তা‌দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। যারা এর সাথে জড়িত তাদের তালিকা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ইয়াবা কারবারী ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধচবিতে ছাত্রলীগের দুই পক্ষের ফের সংঘর্ষ