চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৫ ডিসেম্বর চতুর্থ বাঙলা সম্মিলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৯ নভেম্বর প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কবি অভিক ওসমান। শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য দেন, কবি বিশ্বজিত চৌধুরী, কবি জিন্নাহ চৌধুরী, আইনুল কবির, কমরুদ্দিন আহমেদ, সমীর কান্তি দাশ, কামরুন্নাহার ঝর্না, করবী চৌধুরী, ডেইজী মউদুদ, আজাদ বুলবুল, শাকিল আহমেদ, বিকিরণ বড়ুয়া, রুহু রুহেল, বিচিত্রা সেন, চম্পাকলী বড়ুয়া, বিভা ইন্দু, ম. শামসুল ইসলাম, মাঈন উদ্দিন জাহেদ, খোরশেদ আলম শামীম প্রমুখ।
এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সাইয়েদা জয়নাব শিউলী, জিনাত পারভিন সাকী, মোহাম্মদ নেছার, মুহাম্মদ আবদুল খালেক, চৌধুরী শাহজাহান, এস এম আবু সুফিয়ান, কবি সেলিনা শেলী, নাহিদা আকতার, এস এম তৈয়ব, নাফিক আবদুল্লাহ, কেশব বণিক, কাজী হুমায়ুন কবির, ইকরামূল হক আজাদ, সুব্রত কুমার ভৌমিক, মৃদুল চৌধুরী, সৈয়দ তসলিম নেওয়াজ, নাহিদা সুলতানা, যীশু রায় চৌধুরী, মিটু সাহা, মো. মহিউদ্দিন, মো. আল আমিন, মো. ইকরাম উল্লাহ, মো. শাহজাহান সিরাজ বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন ব্যাচের প্রতিনিধির সমন্বয়ে একাধিক উপ-কমিটি গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।