প্রথম ধাপে স্থগিত থাকা চট্টগ্রামের ২৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। একই তারিখে ভোটগ্রহণ হবে বোয়ালখালী, চকরিয়া ও মহেশখালী পৌরসভায়। এর আগে চট্টগ্রামের ২৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় গত ১১ এপ্রিল ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে তা স্থগিত করে নির্বাচন কমিশন। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, ২১ জুন প্রথম ধাপে স্থগিত থাকা মোট ৩৭১টি ইউনিয়ন পরিষদ ও ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সাথে লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে এদিন।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৩টি ইউনিয়নে আগামী ২১ জন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো-বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্ল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙা, সারিকাইত, মগধরা, হারামিয়া ও দীর্ঘাপাড় ইউনিয়ন। অপরদিকে কক্সবাজার জেলার ১৫টি ইউনিয়নে একই তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো-মহেশখালী উপজেলার ধলঘাটা, হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম ইউনিয়ন; কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তরধুরং ইউনিয়ন এবং টেকনাফ উপজেলার হ্নীলা, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ ও হোয়াইক্যং ইউনিয়ন।