চট্টগ্রামের ১১ উপজেলায় একজনও আক্রান্ত নেই

নতুন শনাক্ত ১০

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বেশ কিছুদিন পর শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৫টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে চট্টগ্রামে করোনায় কোনো মৃত্যু হয়নি। এ দিন পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্তের হার ছিল ০.৭৭ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন নগরীর ও ৪ জন উপজেলার বাসিন্দা। গতকাল শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য জানায়।
নতুন আক্রান্তদের নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৩০১ জনে। এছাড়া এ পর্যন্ত ১ হাজার ৩২৬ জন করোনায় আক্রান্ত হয়ে মৃতুবরণ করেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে ১১ উপজেলায় একজনও করোনা রোগী শনাক্ত হয়নি। উপজেলায় শনাক্তদের মধ্যে হাটহাজারী উপজেলায় ২ জন এবং সাতকানিয়া ও ফটিকছড়ি উপজেলায় ১ জন করে রয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ১৯ মাসে সর্বনিম্ন শনাক্ত
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতের কাছে হঠাৎ ডলফিনের ঝাঁক