বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২১-২২ ক্রিকেট মৌসুমের প্রস্তাবিত ক্যালেন্ডার অনুযায়ী ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২১-২২ শীঘ্রই শুরু হবে। প্রতিযোগিতায় নির্বাচিত চট্টগ্রামের যে সকল স্কুল এখনো অনলাইনে ফরম পূরণ করেনি সে সকল স্কুলকে আগামী ৮ মার্চ তারিখের মধ্যে ফরম পূরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২১-২২ এ অংশগ্রহণ করার সুযোগ থাকবে না এবং ভবিষ্যতে এসব স্কুলের উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। এ ব্যাপারে যে কোন বিষয়ে জানতে সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর (০১৭১৫-৭৩৯৮৮৮) এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।