পলোগ্রাউন্ডের জনসভা সফল করতে গতকাল চট্টগ্রামে শেষ মুহূর্তে নগরীর প্রতিটি অলিগলি-রাজপথে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা, পথসভা ও র্যালি বের করা হয়েছিল।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম ও নেতা পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা গোফরান রানার নেতৃত্বে পটিয়ায় পৃথক আনন্দ শোভাযাত্রা ও শোডাউন করা হয়েছে। পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ আনন্দ শোভাযাত্রা বের হয়।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, তসলিম উদ্দিন রানা, খায়ের আহমদ, একরামদুল্লাহ, মো. ইউনুস মেম্বার, নুরুল ইসলাম, ডিএম জমির উদ্দীন, শাহজাহান চৌধুরী, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম সাইফু, সাইফুদ্দিন ভোলা, হাসান শরীফ, উজ্জ্বল ঘোষ। এদিকে গতকাল শনিবার আনন্দ শোভাযাত্রাটি বের করেন পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা গোফরান রানার নেতৃত্বে। পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে শোভাযাত্রাটি পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
রাঙ্গুনিয়া : রাঙ্গুিনয়া প্রতিনিধি জানান, পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বিরামহীন প্রচারণা চালিয়েছেন। আশা করা হচ্ছে প্রধানমন্ত্রীর জনসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে ২০ হাজার মানুষ রাঙ্গুনিয়া থেকে যোগ দেবেন। শনিবার প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে রাঙ্গুনিয়ায় ব্যতিক্রমী রিক্সা র্যালি অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রঘোনা-লিচুবাগান থেকে প্রায় পাঁচশত রিঙাযোগে সহস্রাধিক রিক্সা শ্রমিক নেতৃবৃন্দ র্যালিতে অংশ নিয়েছেন। ৮০টি সাউন্ড সিস্টেম ও শতাধিক মাইক বেঁধে জনসভা সফল করার জন্য সাধারণ মানুষকে আহবান জানানো হয় র্যালি থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আগমন উপলক্ষে যুবলীগ নেতা হাজী মন্জুর ইসলাম এর উদ্যোগে নগরীর বিভিন্ন অলি-গলিতে লিফলেট বিতরণ করা হয়। এসময় তার সাথে ছিলেন মন্জুর ইসলাম, শেখ নাছির উদ্দিন আরজু, মোঃ নবী, মোঃ ইমন,মোঃ লেয়াকত আলীসহ প্রমূখ।
দক্ষিণ জেলা ছাত্রলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে ও জনসভা সফল করার জন্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির পক্ষে গতকাল প্রচারণা ও শুভেচ্ছা মিছিল বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম জাহাঙ্গীর রেজা। উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন রিয়াদ, মাহমুদুল ইসলাম সাহেদ, নাদিম উদ্দিন খান হৃদয়, ইমতিয়াজ উদ্দিন কমল, পৌরসভা ছাত্রলীগ নেতা মো. রাসেল, জহিরুল ইসলাম জিসান, মো. আরিফ, ইকবাল হোসেন সাজিদ, জয়, ইরফাত ইদ্দিন ইফতু, নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মো. তারেক, ছাত্রলীগ নেতা ওমর, নুর ইফতেখার ফাহিম, আরিফুল ইসলাম, মো. কাইয়ুম, আলভিন জাওয়াদ প্রমুখ।
৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে ও জনসভা সফল করার জন্য উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন আব্দুল হালিম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌঃ আজাদ, মো. আলী, হাজী আবসার, শাহাদাত হাসান, নুর মোহাম্মদ, জসিম চৌঃ, জাবের আহাম্মদ, সুলতান আহম্মদ, শামসুদ্দীন সহ ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব সংগঠক : সৈয়দ মনজুর আলমের নেতৃত্বে হাটহাজারী উপজেলায় মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু করে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হাবিবুর রহমান রাজু, মো. জাবেদ, রকিবুল ইসলাম, মনছুর আলম, শাহজাহান রুমেল, মাসুদ করিম, মো. সিরাজ, নূর হোসেন, আবদু শুক্কুর, তাজুদ্দীন, জাবেদ, ফাহিম, আসাদ, সিফাত, রিয়াদ, জিসান তালুকদার, কিশান, রেজাউল, পারভেজ, ওমর ফারুক জিসান, কৃষ্ণ বণিক প্রমুখ।
১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড : শেখ হাসিনার চট্টগ্রামে আগমন উপলক্ষ্যে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহিদ হোসেন, ডা. সুমন তালুকদার, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবলীগের নেতা বাবুল দাশ, এস এম জাহিদুল হক জনি, মো. জালাল, মোহাম্মদ ইসমাইল, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুপ্তি তলাপাত্র পলি, মহিলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শিল্পী ভৌমিক, মিনু আকতার, ছাত্রলীগ নেতা মো. তুষার আহমদ, পাহাড়তলী থানা ছাত্রলীগের উপ- পাঠাগার সম্পাদক অমিত হাসান, হালিশহর থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ কাশেম, সাব্বির চৌধুরী, মেহেদী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যুবলীগের আনন্দ শোভাযাত্রা : প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলের নেতৃত্বে মহানগরীতে এক আনন্দশোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার নেতাকর্মী নিয়ে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর থেকে এক বিশাল আনন্দশোভা যাত্রা শুরু হয়। বিভিন্ন রং বেরঙের ব্যানার পোষ্টার- ফেষ্টুন সম্বলিত আনন্দশোভা যাত্রাটি রিয়াজুদ্দিন বাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর দারুল ফজল মার্কেটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের সামনে শেষ হয়।
হেলাল উদ্দীনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আহমেদ ও মেজবাহ উদ্দিন আহমেদ মোরশেদের পরিচালনায় অনুষ্ঠিত আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন, জাাবেদ খান, মাজহারুল নোমান খান, লায়ন্স আলমগীর আলম, মনছুরুল আমিন রিয়াদ, সৈয়দ শওকত হোসেন, এনামুল হক মিলন, হাবিবুর রহমান তারেক, মোসলেহ উদ্দীন আহমেদ শিবলী, মো. সালাউদ্দিন, আশিকুরন্নবী চৌধুরী, মোরশেদুল আলম রাসেল, ইসতিয়াক আহম্মদ চৌধুরী সাজিদ, জাহেদুল হক মার্শাল, আবু তারেক রনি, হাসান শাহরিয়ার, সাব্বির হোসেন, রাকিবুল হাসান, মীর মো. ইমতিয়াজ, সৈয়দ ইবনে জামান ডায়মন্ড, শওকত হোসেন তামজিদ প্রমুখ।