চট্টগ্রামের উন্নয়নে যেকোনো উদ্যোগে পাশে থাকবো

চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময়ে রফিক আহামদ

| সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:৪৫ পূর্বাহ্ণ

বেসরকারি এনজিও সংস্থা ‘মমতা’র প্রধান নির্বাহী আলহাজ রফিক আহামদ বলেছেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে চট্টগ্রামের উন্নয়নে যে কোনো উদ্যোগ নেয়া হলে সেক্ষেত্রে আমি পাশে থাকবো। আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই হচ্ছে আমার ইচ্ছা। সেইলক্ষ্যে অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি নারী ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে অলাভজনক সংস্থা মমতা। তিনজন দিয়ে শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে দুই হাজারেরও অধিক মানুষের কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।গতকাল রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আলহাজ রফিক আহামদ এ কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ।শুরুতে আলহাজ রফিক আহামদের জীবনী পাঠ করেন প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম। প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার উপেক্ষা করে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে
পরবর্তী নিবন্ধ‘পাহাড়তলী বধ্যভূমি থেকে দখলদার উচ্ছেদে আমৃত্যু সচেষ্ট ছিলেন আহাম্মদ কবীর’