‘চাটগাঁইয়া সহজ পাঠ’ গ্রন্থের পাণ্ডুলিপি মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর বাটালি হিলস্থ ফারহাতবাগ রেসিডেন্সে কর্মশালা অনুষ্ঠিত হয়। চাটগাঁ ভাষা পরিষদের উদ্যোগে একুশে পদকপ্রাপ্ত গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুবুল হক রচিত ‘চাটগাঁইয়া সহজ পাঠ’ গ্রন্থটির উপর একে খান ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় চট্টগ্রামের বিশিষ্ট গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।
চাটগাঁ ভাষা পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. আবুল কাশেমের সভাপতিত্বে গ্রন্থের উপর আলোচনায় অংশ নেন একে খান গ্রুপের সাবেক চেয়ারম্যান মো. শামসুদ্দিন খান, একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি মো. সালাউদ্দিন কাশেম খান, চাটগাঁ ভাষা পরিষদের সিনিয়র সহ–সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, গ্রন্থের রচয়িতা অধ্যাপক ড. মাহবুবুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ইব্রাহীম হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াছমিন চৌধুরী, সাবেক পরিচালক ইব্রাহিম হোসেন, অধ্যাপক মাঈনুল হাসান চৌধুরী, ড. শ্যামল কান্তি দত্ত, একে খান ফাউন্ডেশনের সমন্বয়কারী মো. আবুল বাশার, ছড়াকার তালুকদার হালিম, গবেষক শামসুল আরেফীন, প্রভাষক হাসান মেহেদী, আফম রবিউল হোসাইন, চাটগাঁ ভাষা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী, সরোজ কান্তি দাশ প্রমুখ। বক্তারা বলেন, আঞ্চলিক ভাষা যে কোনো জাতির জন্য শ্রেষ্ঠ সম্পদ। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ইতিহাস হাজার বছরের। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আরও কয়েকটি দেশে এ উপভাষাটি ব্যবহার হয়ে আসছে। ঐতিহ্য সংরক্ষণের জন্যই চট্টগ্রামের উপভাষাটি সংরক্ষণ জরুরি।
সভাপতির বক্তব্যে ড. আবুল কাশেম বলেন, বর্তমান প্রজন্ম আঞ্চলিক ভাষা চর্চা থেকে বেরিয়ে আসছে। এভাবে তারা একদিন ঐতিহ্য বিমুখ হয়ে পড়বে। তাদের এর থেকে ফিরিয়ে আনতে হবে।
পরে চাটগাঁ ভাষা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী প্রতিষ্ঠানের রূপকল্প ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।