২২ দিনে আড়াই হাজার মানুষের ডেঙ্গু টেস্ট

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

জুলাইয়ের ২২ দিনে আড়াই হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু টেস্ট করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। হিসেবে দৈনিক গড়ে একশর বেশি মানুষ এ হাসপাতালে ডেঙ্গু টেস্ট করছেন। বিশেষ করে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে (ওসেক) বেশি সংখ্যক মানুষ ডেঙ্গু টেস্টের জন্য ভিড় করছেন। তবে হাসপাতালের প্যাথলজি ল্যাবরেটরিতেও উল্লেখযোগ্য সংখ্যক টেস্ট হচ্ছে।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সবমিলিয়ে ২ হাজার ৬১৬ জনের ডেঙ্গু টেস্ট হয়েছে। ২২ জুলাই পর্যন্ত এ সংখ্যা আড়াই হাজারের বেশি। এর মাঝে ২১১ জনের ডেঙ্গু পজিটিভ পাওয়া গেছে। অন্যান্য টেস্ট তো রয়েছেই, হিসেবে দৈনিক গড়ে একশ জনের বেশি মানুষ ডেঙ্গু টেস্ট করছেন এ হাসপাতালে। হাসপাতালের ল্যাবরেটরি প্যাথলজির ইনচার্জ শুভাশীষ বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বর্তমানে ৫০ টাকায় সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট করা যাচ্ছে। আর কমপ্লিট ব্লাড কাউন্ড (সিবিসি) টেস্ট বাবদ ফি নির্ধারণ করা আছে ২০০ টাকা। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফি ৩০০ টাকা এবং সিবিসি টেস্ট ফি ৪০০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। তুলনামূলক ফি কম হওয়ায় ডেঙ্গু টেস্টের জন্য সরকারি হাসপাতালে ভিড় করছেন সন্দেহজনক রোগীরা। বিশেষ করে ১২ জুলাইয়ের পর সন্দেজনক ডেঙ্গু রোগীদের ভিড় বেড়েছে জানিয়ে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, এক প্রজ্ঞাপনে সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফি ৫০ টাকা নির্ধারণ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে মূলত হাসপাতালে ডেঙ্গু টেস্ট উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। টেস্টের পাশাপাশি হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপও বেড়েছে বলে জানান হাসপাতাল পরিচালক।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের আঞ্চলিক ভাষা সংরক্ষণ জরুরি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড জামায়াতের সাবেক আমীর গ্রেপ্তার