চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় ১ হাজার ৭৪৭টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৫০ জন ও উপজেলার ২৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৮ জনে। এর মধ্যে নগরীর ৭৩ হাজার ৪৫৭ জন ও উপজেলার ২৭ হাজার ৯৩১ জন। এদিকে চট্টগ্রামে নতুন করে আরো ১ জন মারা গেছেন। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ৭০৮ জন নগরীর ও ৫৭৫ জন উপজেলার।
উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৮ জন, সীতাকুণ্ডে ৫ জন, রাউজানে ৪ জন, বোয়ালখালীতে ৩ জন, পটিয়া ও ফটিকছড়িতে ২ জন করে, আনোয়ারা ও লোহাগাড়ায় ১ জন করে রয়েছেন।