ভূজপুরে জায়গা দখল নিয়ে মারামারি, আহত ৫

আদালতে মামলা

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ভূজপুর থানা এলাকায় মারামারির ঘটনায় ৫ নারী-পুরুষ আহত হয়েছে। গত বুধবার দুপুরে দাঁতমারা ইউনিয়নের তারাখো গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ১৮৮ নং মামলা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে প্রায় ২০ জন লোক অপর পক্ষের নানা জাতের গাছ পালা কর্তন করে জায়গা দখলের চেষ্টা চালায়। এসময় মামলার বাদী মো. ইউছুপের মাতা আমেনা বেগম ও পিতা আবুল কাশেম সীমানা তৈরিতে বাধা দিলে আসামিরা তাদের ওপর হামলা করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে এবং ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হবার আগেই আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভূজপুর থানার এসআই মো. জয়নাল আবেদীন বলেন, তারাখো এলাকায় একটি জমি নিয়ে মো. ইউছুপ ১৪৫ মামলার আবেদনও করেছিল। সেটির নোটিশ পেয়ে প্রতিপক্ষ মারামারির ঘটনা সৃষ্টি করে। এখন আরো একটি সিআর মামলা হয়েছে বলে খবর পেয়েছি। উভয় পক্ষকে আইনশৃংখলা বজায় রাখতে নোটিশ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্ত আরো ৭৬ জন মৃত্যু ১
পরবর্তী নিবন্ধমহেশখালী ও কুতুবদিয়ায় ৮ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা