চট্টগ্রামে শক্ত অবস্থান তৈরি করতে চায় কল্যাণ পার্টি

আলোচনা সভায় সৈয়দ ইবরাহীম

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৮:১১ পূর্বাহ্ণ

আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ কল্যাণ পার্টি’তে নগরের ৭০০ জন নারী-পুরুষ যোগ দিয়েছেন। এর মধ্যে এবি পার্টির সাবেক নেতাকর্মীরাও রয়েছেন। গতকাল শনিবার নগরীর জিইসি কনভেনশন হলে দলটির চট্টগ্রাম মহানগর কমিটি গণযোগদান ও আলোচনা সভার আয়োজন করে। এতে যোগদানকৃতদের প্রতিনিধিরা পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীককে ফুল দিয়ে দলে যোগদান করেন। এ বিষয়ে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক দৈনিক আজাদীকে বলেন, যোগদানের জন্য জনগণ উপস্থিত হয়েছেন ৭০০ জন। আরো বেশি উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু বাকলিয়া ও পতেঙ্গা থেকে বাসে করে যারা আসতে চেয়েছেন তাদের বাধা দেয়া হয়েছে। এতে আমাদের এক হাজার লোক আসতে পারে নাই। যারা এসেছেন তাদের ২৭ জন প্রতিনিধি আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের আমরা বরণ করে নিয়েছি। যোগদানকৃতদের মধ্যে কোনো রাজনৈতিক দলের পদবীধারী কেউ আছেন কীনা জানতে চাইলে তিনি বলেন, ৯০ শতাংশ সাধারণ জনগণ এবং বাকি ১০ শতাংশ সাবেক এবি পার্টির। সাধারণ জনগণ যারা রাজনীতি করতে আগ্রহী, ভালো দল ও নেতৃত্ব খুঁজছিলেন তারাই যোগ দিয়েছেন।
চট্টগ্রামে দলকে শক্তিশালী করার লক্ষ্য : চট্টগ্রামে বাংলাদেশ কল্যাণ পার্টির শক্ত অবস্থান তৈরি করতে চায় দলটির নীতি-নির্ধারণী ফোরাম। এ লক্ষ্য আগামী ১৬ ডিসেম্বরের পর বৃহদাকারে সভা করার পরিকল্পনা নেয়া হয়েছে। ওই সভা পর্যন্ত নগরে দলকে শক্তিশালী করতে ১৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে গণযোগদান ও আলোচনা সভায়।
এ বিষয়ে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম আজাদীকে বলেন, চট্টগ্রাম শহরকে সাংগঠনিকভাবে বৃহত্তর পরিসরে গুছানোর জন্য নগরের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছের নেতৃত্বে অ্যাডভোকেট মোস্তফা নূর, অ্যাডভোকেট মামুন জোয়ার্দার, কবির সাজেদ ইকবাল ও আবদুল মালেকসহ ১৫ জনের একটি কমিটি করে দিয়েছি। তাদের নেতৃত্ব ১৬ ডিসেম্বরের পর সভা হবে।
আলোচনা সভা : গতকালের আলোচনা সভায় সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেন, জনগণ দুর্বৃত্তায়নের রাজনীতি চায় না। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি দুর্বৃত্ত থেকে মুক্ত করতে হবে। তিনি সরকারকে ইঙ্গিত করে বলেন, জনগণের প্রতি অত্যাচার করবেন না। তাদের পাশে থাকুন।
দলের চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) হাসান নাসির, ফোরকান ইব্রাহিম, অ্যাড. এম এল মোস্তফা নূর, ঢাকা দক্ষিণের সভাপতি মাহমুদ খান, ঢাকা উত্তরের সভাপতি নাজমুল হুদা অপু ও দলের যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. শাহেদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের পলিটিক্যাল কালচার নষ্ট হয়ে গেছে। কল্যাণ পার্টি বিভাজনে বিশ্বাস করে না। প্রধান বক্তা পার্টির কেন্দ্রীয় মহাসচিব আবদুল আউয়াল মামুন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নামে নাটক করে গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকা গায়েব করা হয়েছে। দুর্বৃত্তায়নের রাজনীতি পরিবর্তন করতে হবে। পরিবর্তন ও শুদ্ধতার রাজনীতি প্রতিষ্ঠা করবে তারুণ্য নির্ভর কল্যাণ পার্টি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাছির, শারমিন ইব্রাহিম, এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের, সেলিম উদ্দিন, অ্যাড. মামুন, নগর সহ-সভাপতি মুসলিম শিকদার, মহিলা কল্যাণ পার্টির সভাপতি শাহানা সুলতানা শীলা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খান সাদেক, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি দিদারুল আলম সুমন, দক্ষিণ জেলা সভাপতি মোজাম্মেল হোসেন ও সৈয়দ মাসুম।

পূর্ববর্তী নিবন্ধবিনিয়োগে ব্যাপক সাড়া, অবকাঠামো উন্নয়ন কাজে ধীরগতি
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক ডলফিন দিবস আজ