চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের এই সংখ্যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। এ সময় ১ হাজার ১৫টি নমুনা পরীক্ষা হয়। আক্রান্তের হার ১১ দশমিক ৮২ শতাংশ। গত বছরের ৩ এপ্রিল থেকে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এদিকে শনাক্ত ১২০ জনের মধ্যে নগরীর বাসিন্দা ৬২ জন ও উপজেলার ৫৮ জন। এ নিয়ে জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৪৫ জন। এর মধ্যে নগরীর ৭২ হাজার ৬৫২ জন ও উপজেলার ২৭ হাজার ৩৯৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ৫ জনই উপজেলার। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৬ জনে। এর মধ্যে নগরীর ৬৯৫ জন ও উপজেলার ৫৫১ জন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৫৯৭ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৭৪ হাজার ২৩১ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯ হাজার ৯৩৫ জন। ঘরে থেকে চিকিৎসা নিয়েছেন ৬৪ হাজার ২৯৬ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ১৭৪ জন এবং ছাড়পত্র নেন ২৩০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৫৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় উপজেলায় আক্রান্তদের মধ্যে বাঁশখালীতে সর্বোচ্চ ১৫ জন, মীরসরাইয়ে ১৩ জন, হাটহাজারীতে ১০ জন, চন্দনাইশে ৭ জন, ফটিকছড়িতে ৫ জন, রাউজানে ৩ জন, সীতাকুণ্ডে ২ জন এবং আনোয়ারা, বোয়ালখালী ও পটিয়ায় ১ জন করে রয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে করোনার প্রকোপ শুরুর পর গড়ে প্রতি মাসে ৫ হাজার ৮৮৫ জন সংক্রমিত হন। এর মধ্যে ভয়ংকর ছিল জুলাই মাস। একদিনে সর্বোচ্চ ১ হাজার ৪৬৬ জনের সংক্রমণ হয় ২৯ জুলাই। এদিন মৃত্যু হয় ৯ জনের। সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয় জুলাইয়ের ২৬ তারিখ।