চট্টগ্রামে মৌসুমের প্রথম বৃষ্টি

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৫:১১ পূর্বাহ্ণ

অবশেষে মৌসুমের প্রথম বৃষ্টির দেখা মিলেছে চট্টগ্রামে। গতকাল শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ১১৪ কিলোমিটার। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা হারুনর রশিদ দৈনিক আজাদীকে বলেন, শনিবার মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে দমকা হাওয়াও ছিল। তবে যেভাবে বৃষ্টি হয়েছে, তা যান্ত্রিকভাবে রেকর্ড করা যায়নি।
গতকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম আবহাওয়া অফিসের স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্নসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১১-১৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোসাগরে অবস্থান করছে। চট্টগ্রাম, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মোতাবেক শনিবার চট্টগ্রাম বাদেও পার্বত্য জেলা রাঙামাটি ও কঙবাজারে বৃষ্টিপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরব সড়ক, মানুষও বেশি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৭দিনে টিকা নিলেন ৯৩ হাজার ৩১১ জন