চট্টগ্রামে ৭দিনে টিকা নিলেন ৯৩ হাজার ৩১১ জন

দ্বিতীয় ডোজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল শনিবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৭ হাজার ৮৬৪ জন। এর মধ্যে জেলার বাসিন্দা ৮ হাজার ৫৭০ জন এবং নগরীর ৯ হাজার ২৯৪ জন। এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ম কার্যদিবসে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৩ হাজার ৩১১ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া হচ্ছে। গতকাল শনিবারও অনেকে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গতকাল জেলার ২৭১ জন ও নগরীর ৫৩১ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এ পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ২ লাখ ৪৭ হাজার ৩৯৮ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১ লাখ ৯৬ হাজার ৭৫ জন করোনার প্রথম ডোজ গ্রহণ করেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মৌসুমের প্রথম বৃষ্টি
পরবর্তী নিবন্ধঅবশেষে বিশেষ ফ্লাইট যাচ্ছে সৌদি আরবে