চট্টগ্রামে দুই যুবককে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে অপহরণ

| মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ১২:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ সময় তাকে আনতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাওয়া আরেক আত্মীয় মো. সোলেমানকেও অপহরণ করা হয়। তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।

প্রায় ঘন্টাখানেক পর অক্সিজেন এলাকা থেকে ভুক্তভোগী মুন্নাকে হাত-পা বাধা অবস্থায় খুঁজে পায় স্বজনেরা। পরে অপহৃত আরেক যুবকের খোঁজ পাওয়া যায়।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের কাঠগড় বাজারের উপরের অংশে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সিএনজি চালাক।

এসময় তাদের সাথে থাকা লাগেজসহ সব জিনিসপত্র অপহরণকারীরা নিয়ে নেয়।

জানা গেছে, ২০২০ সাল থেকে মুন্না আবুধাবিতে থাকেন। চট্টগ্রামের নজুমিয়া হাট বাসিন্দা মুন্না বাবার অসুস্থতায় ইমার্জেন্সি দেশে ফেরেন। এরপর সোমবার সকালেক এই অপহরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দিন বলেন, আমরা এই ঘটনা শুনেছি। আমরা দ্রুত টিম পাঠিয়েছি। ভুক্তভোগী দুইজনকেই পাওয়া গিয়েছে শুনেছি। তাদের সাথে কথা বললে বিস্তারিত জানতে পারব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা