চট্টগ্রামে ঢাবির প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠিত

| সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৮:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে বসবাসরত ঢাবি শিক্ষার্থীদের ‘প্রাক্তন শিক্ষার্থী পরিষদ’ গঠিত হয়েছে। এই পরিষদ আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মোরর্শেদ হেসেন আজাদকে আহ্বায়ক এবং চট্টগ্রাম ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ গাজী হুমায়ুন রশীদকে সদস্য সচিব করে সাত সদস্যের পুনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা চৈতি, বাংলাদেশ নৌ-বাহিনীর সিভিল স্টাফ অফিসার জাকের হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এভিপি মোহাম্মদ হাকিম উল্লাহ, সোনালী ব্যংকের প্রিন্সিপ্যাল অফিসার মোহম্মদ তাসনিম এবং চট্টগ্রাম সিটি কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ নাসিম উদ্দিন। গতকাল রোববার সন্ধ্যায় নগরীতে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে পরিষদ উপদেষ্টা অধ্যাপক ড. সহিদ উল্যাহ লিপন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ৩৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধএসএসসি ৯৪ ব্যাচ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ