চট্টগ্রামে টিকা নিলেন পৌনে দুই লাখ মানুষ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে পৌনে দুই লাখ মানুষ করোনার টিকা নিলেন। গতকাল শনিবার পর্যন্ত মহানগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রাম জেলায় মোট ১ লাখ ৭৫ হাজার ১১৫ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। যা টিকা গ্রহণে আগ্রহী মোট নিবন্ধনকারীর ৬৩ ভাগ। গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ২ লাখ ৭৬ হাজার ৪৪১ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন। চসিকের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী- মহানগরসহ চট্টগ্রাম জেলায় গতকাল একদিনে মোট ২৩ হাজার ৪৭৩ জন টিকা গ্রহণ করেছেন। টিকাদান শুরুর পর চট্টগ্রামে একদিনে টিকাগ্রহীতার এ সংখ্যা সর্বোচ্চ।
গতকাল টিকাগ্রহীতাদের মধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ১১ হাজার ১৪৪ জন টিকা নিয়েছেন বলে জানান চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী। আর ১৪ উপজেলায় ১২ হাজার ৩২৯ জন টিকা নিয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এদিকে, মহানগরসহ জেলায় গতকাল পর্যন্ত মোট টিকাগ্রহীতা ১ লাখ ৭৫ হাজার ১১৫ জনের মধ্যে ১ লাখ ৫ হাজার ৯৩৭ জন পুরুষ ও ৬৯ হাজার ১৭৮ জন মহিলা টিকা নিয়েছেন। আর মোট টিকাগ্রহীতার মধ্যে মহানগরে ৮৭ হাজার ৬৫১ জন এবং উপজেলা পর্যায়ে ৮৭ হাজার ৪৬৪ জন টিকা নিয়েছেন। টিকাদানের ক্ষেত্রেও অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অনেক এগিয়ে রয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
অনলাইনে নিবন্ধন পৌনে ৩ লাখ : চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী-টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা এরইমধ্যে পৌনে ৩ লাখ ছাড়িয়েছে চট্টগ্রামে। শনিবার দুপুর পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ২ লাখ ৭৬ হাজার ৪৪১ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে শেষ ৪৮ ঘন্টায় নিবন্ধন করেছেন ৩৫ হাজার ৭৯০ জন (প্রায় ৩৬ হাজার)।
এদিকে, নিবন্ধনকৃত ২ লাখ ৭৬ হাজার ৪৪১ জনের মধ্যে গতকাল পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৭৫ হাজার ১১৫ জন। হিসেবে চট্টগ্রামে মোট নিবন্ধনধারীর ৬৩ ভাগ এরইমধ্যে টিকা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন- চট্টগ্রামে মোট নিবন্ধনধারীদের মধ্যে মহানগরে টিকা নিতে নিবন্ধন করেছেন ১ লাখ ৪৫ হাজার ৭৭০ জন। আর উপজেলা পর্যায়ে ১ লাখ ৩০ হাজার ৬৭১ জন নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, সারাদেশের পাশাপাশি ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে করোনার টিকাদান শুরু হয়েছে চট্টগ্রামেও। প্রথম দিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয় চট্টগ্রামে। ২য় দিন দেয়া হয় ২ হাজার ৬৭৮ জনকে। ৩য় দিন একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। হিসেবে প্রথম ৩ দিনে চট্টগ্রামের প্রায় ১০ হাজার (৯ হাজার ৮২৭ জন) মানুষ করোনার টিকা নেন। ৪র্থ দিন একদিনেই নেন ১০ হাজার। এরপর থেকে গড়ে দৈনিক প্রায় ২০ হাজার মানুষ করোনার টিকা নিচ্ছেন চট্টগ্রামে। তবে গতকাল একদিনে ২৩ হাজারেরও বেশি মানুষ টিকা নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধযে ইতিহাস গর্বের
পরবর্তী নিবন্ধ৪০ প্রতিষ্ঠানকে ইংরেজি সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ