৪০ প্রতিষ্ঠানকে ইংরেজি সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ

জেলা প্রশাসনের অভিযান

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

নগরীর জিইসি মোড়, কাজীর দেউড়ি, এম এ আজিজ স্টেডিয়াম, জামাল খান ও চকবাজার এলাকার ৪০টি প্রতিষ্ঠানকে ইংরেজি সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে গতকাল শনিবার জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীতে ইংরেজি সাইনবোর্ড উচ্ছেদে অভিযান চালান।
জিইসি মোড়ে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। এ সময় ওয়েল ফুড, সুগার বান, সেন্ট্রাল শপিং কমপ্লেঙ, ডিয়ারলি আইসস্ক্রিম, ফ্লেভারস, জামান রেস্টুরেন্ট মেজবানি অ্যান্ড কাবাব, নভোএয়ার লিমিটেড, মিনিসো, বি-টু, ঢাকা বুট বার্ন, হোসাইন লাইটিং, ভিআইপি অপটিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলায় সাইনবোর্ড ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হয়।
চকবাজার, কাজীর দেউড়ি ও এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান । তিনি এসব এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, বিপনী বিতান এবং দোকান মালিককে ২৪ ফেব্রুয়ারির মধ্যে বাংলায় সাইনবোর্ড ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন।
জামাল খান এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। তিনিও এ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, বিপনী বিতান এবং দোকান মালিককে একই রকম নির্দেশনা দেন।
বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, গণঅধিকার চর্চা কেন্দ্রের সুযশময় চৌধুরী, সোলমান খান, মশিউর রহমান খান, আবদুল মাবুদ প্রমুখ অভিযানে ম্যাজিস্ট্রেটদের সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে টিকা নিলেন পৌনে দুই লাখ মানুষ
পরবর্তী নিবন্ধহাত পেতে নয় আত্মমর্যাদা নিয়ে চলব : প্রধানমন্ত্রী