গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪৭টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৮ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। রোববার (৭ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট ও ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
নতুন আক্রান্তদের মধ্যে ৪ জন মহানগর এলাকার এবং ৩ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৬৭ জন।-বাংলানিউজ
এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৯৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৭৩ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২৫ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।