চট্টগ্রামে আরও ৮ মৃত্যু

দুই মাসে সর্বনিম্ন শনাক্ত

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ মে, ২০২১ at ৫:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন নগরীর ও ২ জন উপজেলার বাসিন্দা। সর্বশেষ ৮ রোগীর মৃত্যু হয় গত ২৮ এপ্রিল। করোনাকালে সর্বোচ্চ ১১ জন মারা যান ২৪ এপ্রিল। গতকালের ৮ জনসহ চলতি মাসের প্রথম আট দিনে ৩৯ রোগীর মৃত্যু হলো। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট মারা গেছেন ৫৬৩ জন। এর মধ্যে মহানগরীর ৪১৬ জন ও উপজেলার ১৪৭ জন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, নগরীর ছয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১ হাজার ১৯৭ জনের নমুনা পরীক্ষা হয়। আক্রান্ত হয় ৭৪ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৫৫ জন ও ৯ উপজেলার ১৯ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সীতাকুণ্ডে ৬ জন, সন্দ্বীপে ৩ জন, ফটিকছড়ি, রাউজান ও সাতকানিয়ায় ২ জন করে এবং হাটহাজারী, আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশে ১ জন করে রয়েছেন। দুই মাস তিন দিনের মধ্যে গতকাল শনাক্ত রোগীর সংখ্যা একদিনে সর্বনিম্ন। সর্বশেষ ৫ মার্চ ৬৩ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। হার ছিল ৩ দশমিক ৯২ শতাংশ।
তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৯৩ জনে। এর মধ্যে মহানগরীর ৪০ হাজার ৯১১ জন এবং বিভিন্ন উপজেলার ১০ হাজার ১৮২ জন। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৪৪ হাজার ৮৬২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫১ হাজার ৯৩ জনের।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৮ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২২০ জন। অন্যদিকে বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৪৮ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ২৫ জন ও ছাড়পত্র নেন ৩০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৫২২ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধমাহে রমজানের সওগাত