চট্টগ্রামে আরও ৩ মৃত্যু নতুন শনাক্ত ২২৫

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তিনজনই উপজেলার বাসিন্দা। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৬৪৫ জন। এর মধ্যে নগরীর ৪৫৩ জন ও বিভিন্ন উপজেলার বসিন্দা ১৯২ জন।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯১৫টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২২৫ জনের। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩২ জন। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪৩ হাজার ৫২৫ জন ও জেলার ১১ হাজার ৫০৭ জন।সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৮০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৩৬ জন নগরীর ও উপজেলার ৭৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ২০ জন ও উপজেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ১৫ জন ও উপজেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১০৫টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৯ জন ও উপজেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। কঙবাজার মেডিকেল কলেজে ৫টি নমুনা পরীক্ষা হয়। তবে এ ল্যাবে একজনেরও করোনা পজেটিভ শনাক্ত হয়নি। ইমপেরিয়াল হাসপাতালে ১০০টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ২৪ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শেভরণে ৮৩টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১০ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ২ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। আরটিআরএল চট্টগ্রামে ২০টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৪ জন ও উপজেলার ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। মেডিকেল সেন্টার হাসপাতাল চট্টগ্রামে ১৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। ইপিক মেডিকেল কেয়ারে ১৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৬ জন ও উপজেলার ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল সোমবার এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক শনাক্ত ফের তিন হাজারের বেশি
পরবর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর ইসমাইল বালিসহ ৬ জনের বিরদ্ধে দুদকের মামলা