চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তিনজনই উপজেলার বাসিন্দা। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৬৪৫ জন। এর মধ্যে নগরীর ৪৫৩ জন ও বিভিন্ন উপজেলার বসিন্দা ১৯২ জন।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯১৫টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২২৫ জনের। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩২ জন। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪৩ হাজার ৫২৫ জন ও জেলার ১১ হাজার ৫০৭ জন।সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৮০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৩৬ জন নগরীর ও উপজেলার ৭৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ২০ জন ও উপজেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ১৫ জন ও উপজেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১০৫টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৯ জন ও উপজেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। কঙবাজার মেডিকেল কলেজে ৫টি নমুনা পরীক্ষা হয়। তবে এ ল্যাবে একজনেরও করোনা পজেটিভ শনাক্ত হয়নি। ইমপেরিয়াল হাসপাতালে ১০০টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ২৪ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শেভরণে ৮৩টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১০ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ২ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। আরটিআরএল চট্টগ্রামে ২০টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৪ জন ও উপজেলার ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। মেডিকেল সেন্টার হাসপাতাল চট্টগ্রামে ১৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। ইপিক মেডিকেল কেয়ারে ১৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৬ জন ও উপজেলার ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল সোমবার এসব তথ্য নিশ্চিত করেন।