চট্টগ্রামে আরও দুজন করোনায় আক্রান্ত

| শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

বন্দর নগরীতে গত ২৪ ঘণ্টায় ২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০ দশমিক ৪০ শতাংশ। এ সময় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত গতকালের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাবরেটরি ও অ্যান্টিজেন টেস্টে গত বুধবার ৫শ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২ জনের মধ্যে শহরের একজন ও ফটিকছড়ি উপজেলার একজন।

পূর্ববর্তী নিবন্ধশবে বরাত তাৎপর্যমণ্ডিত এক রাত
পরবর্তী নিবন্ধদেশে নতুন শনাক্ত ২৩৩