চট্টগ্রামে অলিম্পিক ডে রান উদযাপিত

| রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৫:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে উৎসবমুখর পরিবেশে গতকাল উদ্‌যাপিত হয়েছে “অলিম্পিক ডে রান”। এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয় এই র‌্যালি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি মুহাম্মদ আনোয়ার পাশা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পদক নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ নোমান আল মাহমুদ, চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা রায়, জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক মো. আসলাম হোসেন খান, বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহি কমিটির সদস্য আবু সামা বিপ্লব, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য দিদারুল আলম, হাসান মুরাদ বিপ্লব, এনামুল হক, মুজিবুর রহমান, সি.ডি.এফ.এ নির্বাহী সদস্য সাইফুল আলম খান, জাফর ইকবাল, হারুনুর রশীদ, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, সাইফুল আলম বাবু, আলী হাসান রাজু, রায়হান উদ্দীন রুবেল, সালাউদ্দিন জাহেদ, হারুনুর রশীদ, সাইফুল আলম বাপ্পী, আবু হাসনাত চৌধুরী, ডাঃ সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দসহ চট্টগ্রামের সর্বস্তরের ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান জাতীয় খেলোয়াড়, এ্যাথলেট, বিভিন্ন ক্রীড়া একাডেমীর খেলোয়াড়কোচ, রোভার স্কাউট, স্কুলকলেজের ছাত্রছাত্রীসহ বিপূল সংখ্যক ক্রীড়ামোদী জনগন অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে বৃক্ষরোপন করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা প্রজন্ম ৭১ এর ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ ইংল্যান্ডের প্রথম নাকি স্পেনের চতুর্থ শিরোপা