প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল হবে বিশ্বমানের আধুনিক একটি হাসপাতাল। চট্টগ্রামে আরো অনেক আগেই এমন একটি বিশ্বমানের হাসপাতাল প্রয়োজন ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, কিছুটা দেরিতে হলেও হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার যে উদ্যোগ এবং কার্যক্রম শুরু হয়েছে তাকে দ্রুত সফল করতে হবে। এই হাসপাতালে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করার প্রয়োজনীয় সব উদ্যোগই নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জনসংযোগ সেক্রেটারি এস এম আবু তৈয়বের সঞ্চালনায় সভায় ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর ডা. প্রবীর কুমার দাশ বিগত চার মাসের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুচ ছালাম, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের কার্যকরী কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব প্রফেসর ডা. আবু তারেক ইকবাল, নির্বাহী সদস্য প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, প্রফেসর ডা. সাহানা আক্তার, মাহবুবুল আলম তালুকদার, সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহতেশামুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীসহ আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, ব্যবসায়ী, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি এবং চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেলেও চট্টগ্রামে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কার্যক্রম শুরু করার সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, তার পিতা এবং শ্বশুর দুইজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তখন থেকে তিনি চট্টগ্রামে একটি উন্নত হৃদরোগ হাসপাতাল গড়ার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই হাসপাতালের জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাথে সাথে ব্যবসায়ীদের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত হাসপাতালের জন্য জমি বরাদ্দের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসককে পত্রের মাধ্যমে অনুরোধ করলে জেলা প্রশাসক ১০ একর জায়গা বরাদ্দ প্রদানের আশ্বাস দেন।
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম তার স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের বিগত চার মাসের সকল সফল কর্মকাণ্ড উপস্থাপন করেন এবং বর্তমান ফাউন্ডেশনের অফিস (আউটডোর) এবং জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত পরিপূর্ণ চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের দুইটি ভিডিওচিত্র উপস্থাপন করেন।