চট্টগ্রাম রেল স্টেশনে মেঘনা আন্তঃনগর ট্রেনের ১০টি টিকেটসহ একজন টিকেট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। গতকাল সন্ধ্যায় তাকে রেল স্টেশনের ৪ নং কাউন্টারের পাশ থেকে আটক করা হয়। তার নাম মো মজনু মিয়া (২৮), পিতা মৃত মমতাজ আলী। ওই ব্যক্তি টিকেটগুলো অনলাইনে ক্রয় করে স্টেশনে কাউন্টার থেকে প্রিন্ট নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করছিলেন।
আরএনবি এএসআই রাজ্জাকুল হায়দার বাদী হয়ে লিখিত এজাহারের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে চট্টগ্রাম জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে বলে আরএনবি সিআই সালামত উল্লাহ জানিয়েছেন।
জানা গেছে, নতুন স্টেশন সংলগ্ন রিয়াজুদ্দিন বাজার গলির মুখে একটি টিকেট কালোবাজারি চক্র দীর্ঘদিন থেকে সক্রিয় রয়েছে। আরএনবি এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ জানান, স্টেশন রোডের কয়েকটি
আবাসিক হোটেলের কর্মচারী, রিয়াজুদ্দিন বাজারের কিছু দোকান কর্মচারী ও সড়কের হকারদের একটি সিন্ডিকেট টিকেট কালোবাজারিতে সক্রিয় রয়েছে। এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার জন্য আরএনবি সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে।