চট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী গত ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বোট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কমডোর আবু মো. সাজ্জাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও চট্টগ্রাম বোট ক্লাবের ভারপ্রাপ্ত কর্মকর্তা লে. কমান্ডার মো. হাবিবুর রহমান এবং ওমর ফারুক সিদ্দিকি আবির, আহবায়ক (খেলাধুলা ও বিনোদন) এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতার কার্যক্রম সম্পন্ন হয়। ফাইনাল খেলায় খেলায় সিবিসি প্যান্থারকে পরাজিত করে সিবিসি ফ্যালকন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কৃত করেন।