চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. ইমরান হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি মো. আবদুল করিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সংগঠনের কার্যনির্বাহী সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, চবি ভিপি নাজিম উদ্দিন। এক যুক্ত বিবৃতিতে তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে জানাযার পর মরহুমের কফিনে এসোসিয়েশনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মোহম্মদ গিয়াস উদ্দিন, এ জে এম জাহাংগীর, দাউদ আব্দুল্লাহ লিটন ও মোহম্মদ শাহজাহান। উল্লেখ্য, প্রফেসর ড. ইমরান হোসেন ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় ঢাকায় একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। প্রেস বিজ্ঞপ্তি।