চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপেক্স আয়োজিত চট্টগ্রাম বন্দর কাপ অনূর্ধ্ব–১৮ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে শীঘ্রই। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণে ইচ্ছুক একাডেমি সমূহকে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে একাডেমির নিজস্ব প্যাডে সভাপতি/ সাধারণ সম্পাদক/ কোচ স্বাক্ষরিত আবেদনপত্র অফিস চলাকালীন সময়ে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। উল্লেখ্য যাদের জন্ম ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার পরে কেবল তারাই এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পারবে।