চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশন গত বুধবার প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সম্পন্ন হয়েছে। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে ২০২১ সালের কর্মকাণ্ড এবং ২০২২ সালের জন্য প্রস্তাবিত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। এরপর ২০২২ সালের সম্ভাব্য আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ। সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপনের পর প্রেস ক্লাবের স্থায়ী সদস্যরা বক্তব্য রাখেন। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, কোভিড মহামারীর চরম দূর্যোগে ক্লাবের দরজা সব সময় উন্মুক্ত ছিল। পরিচালনা কমিটির সকল সদস্যদের আন্তরিকতা ও দক্ষতার কারণ তা সম্ভব হয়েছে। সকল সাধারণ সদস্যদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে ২০২২ সালে সদস্যদের জন্য আরো বেশি কল্যাণমূলক ও বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি বলেন, মহামারির কারণে সবকিছু স্থবির থাকলেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। যা আরো গতিশীল করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।