বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব🙂 জিয়াউদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা কবি মহিউদ্দিন শাহ আলম নিপু’র শোকসভা গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সদস্যসচিব জাহিদুল করিম কচি’র সভাপতিত্বে শোকসভায় স্মৃতিচারণ করেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সাংবাদিক মুস্তফা নঈম, সাইফুল ইসলাম শিল্পী, মোহাম্মদ শহীদুল ইসলাম, ইসমাইল ঈমন, মো. আজাদ, কামরুল হুদা, মো. সোহবার চৌধুরী, মোহাম্মদ আলী, আহসান উল্লাহ, আবরারা হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব🙂 জিয়াউদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা কবি মহিউদ্দিন শাহ আলম নিপু দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মরহুম লেফটেন্যান্ট কর্নেল (অব🙂 জিয়াউদ্দিন, বীর উত্তমের ভূমিকা অনুকরণীয়। দেশপ্রেমিক ও নির্লোভ এক মানুষ যাঁর কর্মকান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা কবি মহিউদ্দিন শাহ আলম নিপু, চট্টগ্রামের প্রকাশনা ও সংস্কৃতির ক্ষেত্রে যার নাম অপরিহার্য। সৃষ্টিশীল এবং সজ্জন মানুষ হিসেবে সৃষ্টির নেশায় তিনি নিজেকে নিয়োজিত রাখতেন সবসময়। সভায় বক্তারা দু’জন দেশপ্রেমিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।