বাংলাদেশের দ্বিতীয় রাজধানী তথা বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত চট্টগ্রাম। এখানে রয়েছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ‘চট্টগ্রাম বন্দর’। এছাড়াও রয়েছে অসংখ্য কলকারখানা ও শিল্প কারখানা। সেই সুবাদে এখানে অসংখ্য মানুষের বসবাস। প্রতিদিন কর্মস্থলে ছুটতে হয় লাখ লাখ মানুষকে। কর্মস্থলে যেতে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে রাস্তা পারপার হতে হয় সাধারণ মানুষকে। কিন্তু এই রাস্তা পারাপারের জন্য নেই কোনো সুষ্ঠু ব্যবস্থা। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোর মধ্যে বেশিরভাগ মোড়েই নেই ফুটওভার ব্রিজ। যার ফলে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে হয় লাখ লাখ মানুষকে।
নগরীর কিছু গুরুত্বপূর্ণ মোড় যেগুলোতে ফুটওভার ব্রিজ না হলেই নয় সেগুলোর মধ্যে অন্যতম হলো এ. কে খান মোড়, অলংকার মোড়, বড়পোল, আগ্রাবাদ মোড়, চৌমুহনী, দেওয়ানহাট, ২নং গেট, অক্সিজেন মোড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট। এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে দৈনিক কয়েকহাজার মানুষকে রাস্তা পার হতে হয়। কিন্তু এর কোনোটিতেই নেই কোনো ফুটওভার ব্রিজ। নারী, শিশু ও শিক্ষার্থীদের জন্য এভাবে রাস্তা পার হওয়া আরো অনেক বেশি ঝুঁকি। নগরীর জিইসি মোড়ে একটি ফুটওভার ব্রীজ থাকলেও তা তুলনামূলক চক্ষুর আড়ালে হওয়াতে সেটারও বেশি ব্যবহার হয় না। আবার কিছু কিছু ফুটওভার ব্রিজ অযত্নে অবহেলায় থাকার কারণে চলাচলের অনুপযোগী হয়ে আছে। তাই নগরীর এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণ করে জন্য সাধারণের নির্বিঘ্নে রাস্তা পারাপারের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ইউনুস আলী
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।