বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার মনোনীত হয়েছেন সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল। এছাড়া কোচ এবং সহকারী কোচ মনোনীত হয়েছেন যথাক্রমে মনসুরুল হক প্রিন্স এবং মো. আমিন। আগামী ৩১ ডিসেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা দলের সাথে রাঙ্গামাটি জেলা দলের খেলা অনুষ্ঠিত হবে।