চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

| বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ স্লোগানকে ধারন করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আওতায় ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রিকেট প্রতিযোগিতায় মাহমুদুল্লাহ রিয়াদ দল ৭ উইকেটে হামজা চৌধুরী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জেন চট্টগ্রাম ডা. জাহাঙ্গীর আলম। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবর, বিসিবির ফিজিও আবু হানিফ, সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড ইসমাইল কুতুবী, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্ল্যা মুনির, চঞ্চল বিশ্বাস, জিকু কুমার নাথ, শ্যামলী রানী ভৌমিক প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী ফুটবল টুর্নামেন্টে পাগলা মামা একাদশ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবরমা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা