চকরিয়ায় ৪ ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পৌর শহরের চারটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনহীন, নিষিদ্ধ ও ভেজাল ঔষুধ। এসব ঔষুধ মজুদের দায়ে চার ফার্মেসীকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে চকরিয়া পৌর শহরের হাসপাতাল সড়কের বিভিন্ন ফার্মেসিতে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ-জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ-জামান জানান, অভিযানকালে চারটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনহীন, নিষিদ্ধ ও ভেজাল ঔষধ জব্দ করা হয়। এ সময় এসব ফার্মেসি মালিকের কাছ থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার জরিমানা আদায় করা হয়। ধ্বংস করা হয় জব্দকৃত ঔষুধগুলো। এই অভিযান অব্যাহতভাবে চলবে।

পূর্ববর্তী নিবন্ধ৬০ ঘণ্টা পরও উদ্ধার হয়নি অপহৃত যুবলীগ নেতা
পরবর্তী নিবন্ধফের কারাগারে হেফাজত নেতা মামুনুল