চকরিয়ায় ট্রাকের ধাক্কায় খুরশিদা বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে এগারটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খুরশিদা কঙাবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রবাসী ছলিম উল্লাহর স্ত্রী।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে এগারটার দিকে মহাসড়কে একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) ইউটার্ন করার সময় উল্টে যায়। এ সময় টমটমের যাত্রী খুরশিদা টমটম থেকে সড়কে পড়ে যায়। এই অবস্থায় পেছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শাফায়েত হোসেন বলেন, নিহত নারীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।