চকরিয়ায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কীটনাশকযুক্ত ৮২ হাজার মশারি বিতরণ করা হচ্ছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মশারি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জাফর আলম। জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা একলাব বাংলাদেশ ও ব্র্যাক এই কার্যক্রমে সহায়তা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ, একলাবের প্রজেক্ট ম্যানেজার মাহাবুবুর রহমান ভূঁইয়া, কাকারা ইউপি চেয়ারম্যান মো. শওকত ওসমান, শাহওমরাবাদ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ফয়সাল চৌধুরী। মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, কর্মসূচির আওতায় কঙবাজারের তিন উপজেলা যথা চকরিয়া, পেকুয়া ও টেকনাফে কীটনাশকযুক্ত ১ লাখ ২০ হাজার মশারি বিতরণ করা হবে। এর মধ্যে চকরিয়া উপজেলায় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে পেকুয়ায় ২৪ হাজার এবং টেকনাফে ১৪ হাজার মশারি বিতরণ করা হবে।