১ দিনেই ৯ জনের দাফন সম্পন্ন করলো গাউসিয়াা কমিটি

| রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:৪৯ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশের মানবিক টিম করোনার দ্বিতীয় ঢেউয়ে তাদের মানবিক কার্যক্রম বৃদ্ধি করেছে। নিজস্ব ৩টি অ্যাম্বুলেন্সসহ চার হাজারের অধিক প্রশিক্ষিত কর্মী চট্টগ্রামসহ দেশব্যাপী করোনায় আক্রান্ত বা এ ধরনের ফ্লু নিয়ে মৃত্যুবরণকারীদের দাফন-কাফন ও জানাযাসহ সৎকারে সহযোগিতা করে চলছে।
সংগঠনটির মিডিয়া প্রধান আবু তালেব বেলাল স্বাক্ষরিত একটি প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. রফিক আহমদ কাউসারসহ ১ দিনে ৯ জনের দাফন সম্পন্ন করেছে গাউসিয়া কমিটি। তার জানাযা অনুষ্ঠিত হয় গরিব উল্লাহ শাহ (রহ.) এর মাজার প্রাঙ্গণে। পরে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়। গাউসিয়া কমিটির পক্ষে দাফন কাজ সম্পন্ন করেন মুহাম্মদ এরশাদ খতিবীর নেতৃত্বে চান্দগাঁ টিমের সদস্যরা। এছাড়া নগরীর হিলভিউ নিবাসী প্রবীণ আইনজীবী অ্যাড. মাহফুজসহ চট্টগ্রাম জেলার ৭ জনের মধ্যে ৩ জন মহিলা এবং ঢাকা জেলায় ২ জন করোনা রোগীর দাফন সম্পন্ন করেন। এসব দাফন কাজের সার্বিক তদারকি করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও মানবিক কার্যক্রমের প্রধান সমন্বয়ক অ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চাদপদ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন অধ্যাপক আইয়ুব
পরবর্তী নিবন্ধচকরিয়ায় কীটনাশকযুক্ত মশারি বিতরণ শুরু