নগরীর চকবাজারস্থ মতি কমপ্লেক্সের নিচতলার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল সকাল পৌনে ১০টার দিকে রিজিয়া টেইলার্স নামের একটি দোকানে আগুনের খবর পেয়ে চারটি গাড়িযোগে ফায়ার সার্ভিস চন্দনপুরা ইউনিটের কর্মীরা ছুটে যান। সাড়ে দশটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের কারণ ও ক্ষয়–ক্ষতির বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ–পরিচালক আব্দুল হালিম। যদিও অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধ থাকা মার্কেটের ভিতর থেকে পোড়া গন্ধ ও ধোঁয়া বের হচ্ছিল। সেটি দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের কর্মীরা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের কারণ ও ক্ষয়–ক্ষতির বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।