নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকায় দুইদিন ধরে নিখোঁজ রয়েছে জয় দাশ নামে ১৬ বছরের এক কিশোর। সে স্থানীয় বাহার দাশের ছেলে। জয় এলাকার একটি মুদি দোকানে কাজ করত। গত ২২ জানুয়ারি দোকানে যাওয়ার উদ্দেশে বের হয়ে আর ফিরেনি ঘরে। সম্ভাব্য নানা জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে চান্দগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
চান্দগাঁও থানার উপপরিদর্শক আজিজুল হক বলেন, জয় দাশ নামের একজন নিখোঁজ হয়েছে মর্মে একটি ডায়েরি পেয়েছি। আমরা সেটি আমলে নিয়ে তার সন্ধানে কাজ করছি।