জীবনের প্রতিটি স্তরে স্তরে বাঁধার সৃষ্টি হয়, প্রতিটি কদমে কদমে হুঁচট লেগে গতি রোধ হয়। প্রতিটি শ্বাসে বদ্ধ হয়ে আসে মহামূল্যবান দম। প্রতিটি পথচলা রুখে যায় নিরাস মন চাহিদায় মানুষ তবুও পথ অতিক্রম করে জীবন যুদ্ধে, যখন আসবে ধেয়ে কষ্ট বা রোজগারের অবনতি তখন চতুর্দিকে বেড়ে যাবে অসুস্থতা-যন্ত্রণা। খিটখিটে মন মেজাজ এর দ্বারা হবে সবার শত্রু ঘৃণার পাত্র হয়ে লুকিয়ে রাখতে হবে চেহারা এমন ভাবে নিজের জীবন ঝুঁকিতে থাকবে তখন মৃত্যু হয়ে যাবে নিশ্চিত অবধারিত। যখন একটু একটু বাঁচার আশা ভূমিষ্ট হবে নিজের মৃত্যুশয্যায় শায়িত আশা আকাঙ্খা জীবনের অমীমাংসিত ভুল পথে পা রাখা কিংবা ভুল মানুষের সঙ্গতে ভুল সিদ্ধান্ত, তবে বুঝতে পারবে তুমি একটু নড়ে উঠলে নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতায় প্রাণ পাচ্ছে সীমাহীন কষ্টের মাধ্যমে শেকড় ছাড়া খুঁটি হাতের স্পর্শে এসে নিজকে উদ্ধার করবে তখন কেউ তোমাকে চেপে রাখতে পারবে না, তুমি শুধু এগিয়ে যাচ্ছ আর এগিয়ে যাচ্ছ দেখতে পাবে সবাই তোমার পেছনে ঘুরছে সেসব স্বার্থপররা কিছু পাওয়ার আশায় আবার কেউ ক্ষতিসাধন করার উদ্দেশ্য নিয়ে, তুমি সম্পূর্ণ দাঁড়িয়ে যেতেই সমস্ত হিংসুটে হিংসার অন্তর ভেঙে মানুষ হতে চেষ্টা করবে তখন তুমিই একমাত্র সঠিক মানুষ হিসেবে শিক্ষামূলক জীবন গড়ে তুলতে পারবে।