এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে সৃষ্ট ভোগান্তি নিরসন করা হোক

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ্‌ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এঙপ্রেসওয়ে নির্মাণে যানযট পরিস্থিতি উন্নতি হবে। দ্রুত এগিয়ে চলেছে এই প্রকল্পের কাজ, কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের জন্য সড়কের বর্তমান অবস্থা বেহাল। যদিও এইটি সাময়িক কষ্ট দিচ্ছে। সল্টগোলা ক্রসিং থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত সড়কের বড় বড় গর্ত জনসাধারণের জন্য খুব বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করে।
সি.এন.জি বা রিকশায় করে এই জায়গায় চলাচলের সময় গর্তের সাথে ব্যালেন্স করতে না পেরে, এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে।
তাই এই সড়কটিতে গর্তগুলো ভরাট করে রাস্তাকে চলাচলের উপযুক্ত করার অনুরোধ রইলো। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য একটি সুন্দর প্রাণ চলে না যায়। উক্ত প্রকল্পের সাথে ব্যক্তি ও প্রতিষ্ঠানের এ ব্যপারে বিবেচনা করার অনুরোধ রইল।

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম,
সিইপিজেড, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধটমাস রবার্ট ম্যালথাস : জনসংখ্যা বিষয়ক তত্ত্ব প্রণেতা
পরবর্তী নিবন্ধগড়তে হবে শিক্ষামূলক জীবন